স্টাফ রিপোর্টার ঃ খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রোববার দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, পিরোজপুর সদর থানাধীন অতুল কৃষ্ণ সাহা(৬৫) এবং নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি এলাকার কাজী মোয়াজ্জেম হোসেন(৭৯)। পিরোজপুরের অতুল কৃষ্ণ সাহা শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এবং মুজগুন্নির মোয়াজ্জেম হোসেন গতকাল রোববার সকাল নয়টা ২০ মিনিটের দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খুলনা করোনা হাসপাতালের সমন্বয়কারী ডা: শেখ মো: ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পিরোজপুরের ডুমুর তলার বাসিন্দা অতুল কৃষ্ণ সাহা করোনায় আক্রান্ত হয়ে শনিবার ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এছাড়া নগরীর মুজগুন্নির কাজী মোয়াজ্জেম হোসেনও শনিবার হাসপাতালে ভর্তি হলে গতকাল সকালে তার মৃত্যু হয়।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ২৩ হাজার ৯৫৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২২ হাজার ৫৪০জন এবং মৃত্যুবরণ করেছেন ৪২৩জন।