ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হারলেও বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে টাইগাররা। ওয়ানডের পর বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল। টি-টোয়েন্টি সিরিজও বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।বুধবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এসে ক্রিস ওকস বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সত্যিই উত্তেজিত। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আবারো একটি উদাহরণ তৈরি করতে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। সেই (অস্ট্রেলিয়া) বিশ্বকাপ জয়ের পর থেকে আমরা আর কোনো সিরিজ খেলিনি। তাই আবারো, এই কন্ডিশনে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের বিপক্ষে খেলাটা সত্যিই রোমাঞ্চকর।’তিনি আরও বলেন, ‘এটি একটি কঠিন সিরিজ হবে। আমি মনে করি যখনই আমরা এখানে আসি আমরা জানি, এটা একটা চ্যালেঞ্জ। অনেক বেশি স্পিন, কম ও ধীর গতির উইকেটের বিরুদ্ধে খেলা। বাংলাদেশ এখানে কিছু ভালো দলকে হারিয়েছে, তাই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’