নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন অতীতের সকল জরাজীর্ণ গ্লানিকে ভুলে গিয়ে আগামীকে সানন্দে গ্রহণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। এদেশ আমার আপনার আমাদের সকলের। এ দেশের উন্নয়ন আগামী প্রজন্মের জন্য একটি মর্যাদা, সমৃদ্ধি আর গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে শেখা। ২০২১ সাল বাঙালি জাতির জন্য বয়ে আনবে মর্যাদাশীল উন্নত দেশ। যা’ পূরণ করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষে কোন মানুষ থাকবে না গৃহহীন। মানুষ কষ্ট পাবে না শীতে, থাকবেনা অনাহারে, শতভাগ শিক্ষায় শিক্ষিত করতে হবে জাতিকে, কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে সর্বত্রই, কেউ থাকবে না বেকার ও কর্মহীন। ২০৪১ সালের আগেই উন্নত বিশ্ব হিসেবে করতে হবে বাংলাদেশকে। নতুন বছরে সকলকে এই শপথ নিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মকে উন্নত বাংলাদেশ উপহার দিয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।-খবর ঃ বিজ্ঞপ্তির।