গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশ দুইটির মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের কারণে ১৭ লাখের বেশি ইউক্রেনীয় পালিয়েছে।এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে এই সংঘাতে ইউক্রেনের ৪০৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। রবিবার (৬ মার্চ) মধ্যরাত পর্যন্ত আহত হয়েছে ৮০২ জন ইউক্রেনীয়।জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া মোট নাগরিক ১৭ লাখ ৩৫ হাজার ৬৮ জন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এদের বেশিরভাগই মধ্য ইউরোপে আশ্রয় নিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, পোলান্ডে ১০ লাখের বেশি ইউক্রেনীয় এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে।