ভারতকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা পেল শ্রীলংকা ক্রিকেট দল।শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ভারত।পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে বিরাট কোহলিসহ ভারতের প্রথমসারির অধিকাংশ ক্রিকেটার। তাই শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।তার চেয়েও বড় কথা হলো সফরে গিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরেই করোনা আক্রান্ত হন ক্রুনাল পান্ডিয়া। তার সংস্পর্শে আসা ৮ জন তারকাকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছিল।ভারতকে সিরিজ হারিয়ে লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানান, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা) লাভ হয়েছে।ডেইলি এফটিকে ডি সিলভা আরও জানিয়েছেন, ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের বিপক্ষে আমাদের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তবে বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে আরও তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি করান; যাতে আর্থিকভাবে শ্রীলংকান বোর্ড লাভবান হতে পারে। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব থেকে আমাদের সবমিলে উপার্জনের পরিমাণ ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।