উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র (আবহাওয়া অফিস)। এর প্রভাবে মঙ্গলবার (৪আগস্ট) ভোররাত থেকে বাগেরহাট ও মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। এতে কয়েকদিনের টানা প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, ‘তিন নম্বর সতর্ক সংকেতে বন্দরের কার্যক্রমে তেমন কোন প্রভাব পড়ে না। তবে বৃষ্টিপাতের কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য উঠা-নামায় কিছুটা বিঘ্নিত হলেও স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের সকল কার্যক্রম।’