সংবাদ আপডেট

পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।  কিম জং-উন বলেন, উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। এ জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন।

আলোচিত সংবাদ

বিজ্ঞাপন