স্টাফ রিপোর্টার ঃ আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে খুলনায় গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা প্রভৃতি।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অভ্যন্তরে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে নার্সেস দিবসের উদ্বোধন করা হয়।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বিশ্বজিৎ ঢালীর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন খুমেক হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ রবিউল হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মোঃ মেহেদী নেওয়াজ, খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা: মোঃ কাইয়ুুম মিয়া প্রমুখ।
এদিকে, আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে খুলনা শিশু হাসপাতালের সেবিকাদের আয়োজনে গতকাল দুপুরে হাসপাতালের সেমিনার কক্ষে কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক ও শিশু হাসপাতালের এডহক কমিটির আহবায়ক মো: মনিরুজ্জামান তালুকদার।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালটেন্ট ডা: মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাদিকুর রহমান খান, শিশু হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক ডা: অনুপ কুমার দে, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: সৈয়দ ইমতিয়াজ আহমেদ, ইনডোর মেডিকেল অফিসার(আইএমও) ডা: আরিফুল কামাল রাসেলসহ অন্যান্য কনসালটেন্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা মো: আল-আমিন রাকিবসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সকল ডিপ্লোমা নার্সবৃন্দ ও কর্মচারীবৃন্দ।