স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একইসাথে বিভাগে করোনা শনাক্ত হয় ১৮৩ জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ বলেন, গতকাল সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় যে ছয়জনের মৃত্যু হয় তার মধ্যে খুলনার একজন, যশোরের একজন, নড়াইলের একজন, কুষ্টিয়ার দু’জন এবং মেহেরপুরের একজন রয়েছেন। এছাড়া একই সময়ে খুলনায় ৪৪জন, বাগেরহাটে পাঁচজন, সাতক্ষীরায় ২১জন, যশোরে ২৬জন, নড়াইলে ১১জন, ঝিনাইদহে নয়জন, কুষ্টিয়ায় ৩১জন, চুয়াডাঙ্গায় ২০জন ও মেহেরপুরে ১৬জন নিয়ে মোট ১৮৩জনের করোনা শনাক্ত হয়।
তিন হাসপাতালে ৫৬ করোনা রোগী ঃ খুলনার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গতকাল সকাল পর্যন্ত মোট ৫৬জন রোগী ভর্তি ছিলেন বলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ৩৬জনের মধ্যে ১৬জন রয়েছেন করোনা সন্দেহ ওয়ার্ড তথা ইয়োলো জোনে। ২শ’ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গতকাল সকাল পর্যন্ত সেখানের মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৬জন। এর মধ্যে আইসিইউতে পাঁচজন ও রেডজোনে ১৫জন রয়েছেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ১৮টি বেডের মধ্যে গতকাল সকাল পর্যন্ত ১৭জন রোগী ভর্তি ছিলেন বলে হাসপাতালের ম্যানেজার(এডমিন এন্ড এইচআর) মো: হামিদুল ইসলাম খান জানিয়েছেন।
এছাড়া খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: গাজী মিজানুর রহমান বলেন, গতকাল সকাল পর্যন্ত সেখানের করোনা ইউনিটে রোগী ছিলেন তিনজন। তবে আইসিইউ ও এইচডিইউতে কোন রোগী ছিলেন না।
খুমেক ল্যাবে শনাক্ত ৬০ ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৫৮জন, বাগেরহাটের একজন এবং পিরোজপুরের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।