স্টাফ রিপোর্টার ঃ বিগত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ১১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এসময় কারও মৃত্যু হয়নি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০জেলায় যে ১১৫জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনায় ১৯জন, বাগেরহাটে ছয়জন, সাতক্ষীরায় ২১জন, যশোরে ১৫জন, নড়াইলে তিনজন, মাগুরায় ছয়জন, ঝিনাইদহে পাঁচজন, কুষ্টিয়ায় ২৪জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে ১০জন রয়েছেন।
খুমেক ল্যাবে ১০ জনের শনাক্ত ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ১০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। এর মধ্যে খুলনার নয়জন ও বাগেরহাটের একজন রয়েছেন বলেও তিনি জানান।