স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার ১৮৮টি নমুনা পরীক্ষার পর ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার আটজন, বাগেরহাটের একজন এবং বরিশালের একজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২৪ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২২ হাজার ৬২৫জন এবং মৃত্যুবরণ করেছেন ৪২৫জন।
অপরদিকে, গতরাতে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার নাম রওশন আরা(৭৫)। তিনি ঝিনাইদহ সদর থানাধীন বাগাতিপাড়া এলাকার মৃত: হাজী মাওলানা আবুল কাশেমের স্ত্রী। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ৩০ নভেম্বর ওই হাসপাতালে ভর্তি হন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।