নাগরিক পরিষদের মানববন্ধন ও সমাবেশে বক্তারা

জাতীয় সম্পাদ রক্ষা, রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল চালু, ঈদের আগে খালিশপুর- দৌলতপর জুট মিলসহ ৫টি জুটমিলের শ্রমিকদের ২০১৫ সালের পয়লা জুলাই এর প্রাপ্য বকেয়া বেতন, নাগরিক পরিষদের নেতৃবৃন্দসহ খালিশপুর জুটমিলের শ্রমিকদের রিুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নাম ভুলের শ্রমিকদের পাওনা গেটপাস অনুযায়ী পরিশোধ এবং সকল শ্রমিকের অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালের ২ জুলাই ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল একযোগে বন্ধ ঘোষণা করা হয়। এই পাটকলগুলো বন্ধ করে দেয়ার ফলে স্থায়ী-বদলি ও দৈনিকভিত্তিকসহ প্রায় ৬০ হাজার শ্রমিক চাকরীচ্যুত হয়েছে। গত ২১ মাস তারা অবর্ণনীয় মানবেরত জীবন-যাপন করছে। শুধু পাটকল শ্রমিকেরাই নয়, পাটশিল্প সংশ্লিষ্ট প্রায় তিন কোটি মানুষের জীবন ও জীবিকার উপর কালো ছায়া নেমে এসেছে। সরকার তিন মাসের মধ্যে শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বদলি শ্রমিকদের প্রায় অর্ধেক এবং ৫টি মিলের (খালিশপুর জুট মিলস, দৌলতপুর জুট মিলস, জাতীয় জুট মিলস, আর আর জুট মিলস ও কেএফডি জুট মিলস) শ্রমিকরা কেউই এখনো তাদের বকেয়া পাওনা পায়নি। তাদের প্রাপ্য এরিয়ার বাইরেও ২০১৯ সালের ৬ সপ্তাহের মজুরি, ২০২০ সালের ঈদুল আজহার বোনাসসহ ২০১৫ থেকে পাঁচ বছরের উৎসব বোনাসের ডিফারেন্স, ২০২০ সালের জুলাই মাসের প্রথম দুই দিনে ইনক্রিমেন্টসহ মজুরি এখনো বকেয়া। ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরাও এখনো তারা তাদের প্রাপ্য টাকা পায়নি। এই বকেয়া পাওনা শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, সরকারের দয়া বা করুণা নয়। তারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছে, সেই শ্রমের ন্যায্য পারিশ্রমিকই এখন তাদের পাওনা। মিলের কলোনিতে বসবাসকৃত অসহায় শ্রমিকদের শ্রম আইন ভঙ্গ করে অর্থ পরিশোধের আগেই আবাসন থেকে উৎখাত করা হয়েছে। করোনা মহামারীকালে দুই বছরে কর্মহীন হয়ে এই শ্রমিকরা নিজেদের পরিবারের ন্যূনতম মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না। সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশু ও বৃদ্ধরা। তাদের খাদ্য, চিকিৎসা ও রক্ষণাবেক্ষণে অক্ষম হয়ে পড়েছে এই বেকার শ্রমিকরা। আবার শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলতেও দিচ্ছে না সরকার। শ্রমিকরা রাজপথে কর্মসূচি দিলে তাতে বাধা দেয়া হচ্ছে, গ্রেফতার হয়রানি করা হচ্ছে শ্রমিক নেতাদের।
বক্তারা বলেন, ঈদ সমাগত। দুই সপ্তাহ পর ঈদুল ফিতর। একদিকে বেকারত্ব আর অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই রোজার মাসে শ্রমিকদের পানি খেয়ে সেহরি ও ইফতার করার বিকল্প নেই। এরকম অমানবিক পরিস্থিতির দিকে সরকার শ্রমিকদের ঠেলে দিয়েছে
মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন, পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. মহসীন, খুলনা বিভাগীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি এস, এম শাহনওয়াজ আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সদস্য মোস্তফা খালিদ খসরু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মহানগর আহবায়ক কোহিনুর আক্তার কণা, সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা এইচ এম শাহাদাৎ, কিংশুক রায়, নাগরিক ঐক্য নেতা কাজী মোতাহার রহমান বাবু, নাগরিক নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, এস এম সোহরাব হোসেন, কবি সৈয়দ আবদুল হাকিম, নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবদুল করিম, সিপিবি ফুলতলা উপজেলা সভাপতি গাজী আফজাল হোসেন, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক অলিয়ার রহমান, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুবনেতা শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন, যশোর-খুলনা আঞ্চলিক বদলী কমিটির আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন, সহকারী সদস্য সচিব আব্দুর রাজ্জাক তালুকদার, খুলনা বিভাগীয় ম্যাকানিক সমিতির সভাপতি শেখ আইনুল হক, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মোঃ কাজী ডালিম, শামস শারফিন শ্যামন, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি নেতা সেলিম বকুল, ছাত্র ইউনিয়ন মহানগর সভাপতি অর্চিষ্মান দেবনাথ প্রমুখ।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥