নোংরা পরিবেশে খাবার পরিবেশন

স্টাফ রিপোর্টার ঃ নোংরা এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রাস্থ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হোটেল মেজবান ও হোটেল গোল্ডেন স্পুন নামের দু’টি হোটেলে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে। এসময় দু’টি হোটেল থেকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আল আমিন এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানের সময় খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উপস্থিত ছিলেন। এ অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান বা এপিবিএন’র সদস্যরা।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আল আমিন বলেন, উক্ত দু’টি হোটেলে যেমন নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল তেমনি আগের দিনের বাশি খাবার মাছের ফ্রিজে রেখে তা’ আবার পরিবেশনের অপচেষ্টা করা হচ্ছিল। এজন্য উক্ত দু’টি হোটেল মালিকের বিরুদ্ধে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করা হয় বলেও তিনি জানান।