স্টাফ রিপোর্টার ঃ আন্তর্জাতিক শ্রমিক দিবসে কারখানা চালু রাখায় অভিযান চালিয়েছে বিভাগীয় শ্রম অধিদপ্তর। এসময় মে দিবসে কাজ করানোর দায়ে শ্রমিকদের মজুরি দ্বিগুন দেয়ার নির্দেশের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে শ্রম বিভাগ জানায়।
গত পয়লা মে রোববার বেলা ১১ টায় নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি শিল্প এলাকার গাফফার ফুড কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি জানান, শ্রম আইন না মেনে ওই কারখানা চালু রয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক সেখানে শ্রমিকদের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম দিবসে কারখানা চালুর নিয়ম নেই। এই দিনে শ্রমিকদের কাজ না করিয়ে বেতন দেওয়া উচিত। তবে ওই কারখানাটি বন্ধের দিনে শ্রমিকদের কাজ করানোর দায়ে তাদের দ্বিগুন মজুরী প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রম আইন লংঘন করে আন্তর্জাতিক শ্রম দিবসে প্রতিষ্ঠানটি চালু রাখায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে বলেও তিনি জানান। দ্বিগুন মজুরী পেয়ে শ্রমিকরা শ্রম পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কারখানাটি পরিদর্শনকালে খুলনা শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শকের কর্মকর্তাবৃন্দ ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।