নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা) ঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে ধরা ৮০ কেজি চিংড়ি আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত
রোববার বিকেলে উপজেলা সদরে বিষ দিয়ে শিকার করা ড্রামভর্তি এ সকল চিংড়ি মাছ জব্দ করে। দেউলিয়া বাজার মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, আটককৃত
চিংড়ি স্থানীয় দুই শুটকি ব্যবসায়ী তাদের খটিঘরে শুকানোর জন্য ভ্যানে তুলে নিয়ে যাওয়ার পথে পুলিশ জব্দ করতে সক্ষম হয়। সুন্দরবনের জেলেরা জানিয়েছেন, বনের ভেতরের খাল ও ভারানীতে অসাধু জেলেরা প্রতিনিয়ত রিপকর্ড বিষ প্রয়োগ করে
মাছ শিকার করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। বিশেষ করে সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ি এলাকার খাল ও ভারানী, মুড়–লি, মার্কি, ছেড়া, পাথকষ্টা, ভোমরখালি,
গেওয়াখালি, মান্দারবাড়ি, পুস্পকাটি, নোটাবেকি, দোবেকি, আদাচাকি, শাপখালি, হংসরাজ, নীলকমল, চিছখালি, খড়খুড়ি, ময়দাপেশা, চালকি, দুধমুখসহ
বনের অন্যত্র শত শত জেলে নিষিদ্ধ ভেষালি জাল ব্যবহার করে বিষ দিয়ে মাছ শিকার করছে। বন বিভাগ পরিচালিত স্মার্ট পেট্রোলিং টিম সপ্তাহব্যাপী টহল করে বিষসহ হাতেনাতে কয়েকজন জেলেকে পাকড়াও করে আইনে সোপর্দ করে। তারপরও থেকে নেই অসাধু জেলেদের তান্ডব। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও আবু নাসের মোঃ মহসিন হোসেন বলেন, অসাধু জেলেদের পাকড়াও করতে বন বিভাগের লোকজন সর্বদা তৎপর রয়েছে।