ফুলেল শুভেচ্ছা প্রদানকালে সিবিএ নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার ঃ ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর দীর্ঘদিনের দুর্নীতির অবসান ঘটিয়ে ওজোপাডিকোকে একটি মডেল কোম্পানীতে পরিণত করার মধ্যদিয়ে কোম্পানীকে রাহুমুক্ত করার জন্য যে কোন পদক্ষেপকে সিবিএ স্বাগত জানাবে বলে ঘোষণা দিলেন ওজোপাডিকো সিবিএ নেতৃবৃন্দ।
ওজোপাডিকোর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেন সিবিএ নেতৃবৃন্দ। এসময় নবাগত ব্যবস্থাপনা পরিচালক জরুরি গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে থাকায় তার পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ওজোপাডিকোর সহকারী ব্যবস্থাপক(নিরাপত্তা) মো: মোমিনুর রহমান ও জুনিয়র সহকারী ব্যবস্থাপক(নিরাপত্তা) স ম তমিজ উদ্দিন। সিবিএ’র পক্ষ থেকে এসময় নাবগত এমডিকে ফুলের তোড়া এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
শুভেচ্ছা প্রদানকালে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ(বি-২১৩৮)-সিবিএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আলমগীর বলেন, নবাগত ব্যবস্থাপনা পরিচালকের দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওজোপাডিকোর শ্রমিক-কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের যে দূরত্ব ছিল সেটি কমিয়ে কোম্পানীকে গ্রাহক বান্ধব করা হবে এই প্রত্যাশা সবার। যেসব রাঘববোয়ালরা কাগজে-কলমে ওজোপাডিকোকে ধংস করতে চেয়েছিল নতুন এমডি তাদেরকেও প্রতিহত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ওজোপাডিকোর সকল শ্রমিক-কর্মচারী কর্মকর্তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এমন প্রতিশ্রুতিও দেন সিবিএ’র সাধারণ সম্পাদক। যার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিদ্যুৎ সেক্টরে যে অর্জন রয়েছে তা অব্যাহত রাখা যায়। এক কথায় নতুন এমডিকে সব ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার পাশাপাশি গ্রাহকসেবার মান বৃদ্ধির জন্য এখনও যেসব জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করতে বিশেষ করে সেটআপ অনুযায়ী কর্মচারী নিয়োগ দিয়ে ওজোপাডিকোতে দৃশ্যমান উন্নয়নে সহযোগিতা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
এসময় সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি খান মোস্তাফিজুর রহমান, মহানগর সভাপতি মো: আকবর আলী ও সাধারণ সম্পাদক মো: শাহিন আহম্মেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।