স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে একজন এবং কুষ্টিয়ায় দু’জন রয়েছেন। একইসময়ে বিভাগে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১২ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ১৩৩ জন। সুস্থ হয়েছেন এক লাখ ছয় হাজার ৩৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়া ও ঝিনাইদহে অর্থাৎ ১৮ জন করে। এছাড়া খুলনায় সাতজন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় চারজন, যশোরে ১৩ জন, নড়াইলে দু’জন, মাগুরায় তিনজন এবং মেহেরপুরে চারজনের করোনা শনাক্ত হয়েছে।
বিগত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে শুধুমাত্র চুয়াডাঙ্গায় কোন করোনা শনাক্ত হয়নি বলেও স্বাস্থ্য বিভাগের সূত্রটি জানিয়েছে।
খুমেক ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার ২৭৬টি নমুনা পরীক্ষার পর ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার সাতজন, বাগেরহাটের পাঁচজন এবং নড়াইলের একজন রয়েছেন বলে খুমেক উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানান। গতকালকের খুমেক ল্যাবের করোনা শনাক্তের হার তিন দশমিক ৪৫ শতাংশ।