দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অটোর ধাক্কায় আনিছা নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার আরিফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু আনিছা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে খেলার সময় দ্রæতগামী একটি ব্যাটারি চালিত অটো তাকে ধাক্কা দেয়। এসময় শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সময় মারা যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, অটোর ধাক্কায় একটি শিশু মারা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।