/ মুক্তিপণ দিয়েও বনদস্যুদের হাত থেকে মুক্তি মেলেনি জেলে বাশারের

মুক্তিপণ দিয়েও বনদস্যুদের হাত থেকে মুক্তি মেলেনি জেলে বাশারের

কয়রা(খুলনা)প্রতিনিধি: উপজেলার ৫নং কয়রা গ্রামের জেলে আবুল বাশার গাজী বনবিভাগ থেকে পাস পারমিট নিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কঞ্চিবনাঞ্চলে মাছ ধরতে গেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তাকে জিম্মি করে মুক্তিপণ দাবী করে। ১০ দিন পার হলেও তাকে মুক্তি না দেওয়ায় পরিবার পরিজন উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে।

জেলে আবুল বাশারের ভাই আঃ ছালাম জানান,কয়েকদিন আগে তার ছোট ভাই আবুলবাশার, আঃ হালিমসহ আরো ১০/১২ জন জেলে কোবাদক ফরেষ্ট ষ্টেশন থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে যায়। জাহাঙ্গীর বাহিনীর লোকজন বাশারকে একা পেয়ে দস্যুদের নৌকায় তুলে গহীন বনে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হলেও এখন পর্যন্ত ওই জেলে মুক্তি না পাওয়ায় পরিবারের সদস্যরা দুঃচিন্তায় রয়েছে।